জাতীয়

তফসিল ঘোষণার পর কাউকে আগের মামলায় গ্রেফতার নয়

| October 15, 2023

নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, তফসিল ঘোষণার পর কাউকে আগের মামলায় গ্রেফতার করলে নির্বাচন কমিশন (ইসি) হস্তক্ষেপ করবে।

রবিবার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না ইসি। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেনো কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছি দলীয় সরকারের অধীনে। পুলিশ ও জেলা প্রশাসকরা নির্বাচনে আমাদের কথামতো কাজ করবেন। পুলিশ ও রাজনীতির দায়িত্ব আমরা পালন করি না। নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য নতুন করে যেন গ্রেফতার করা না হয়। ক্রিমিনাল মামলা থেকে থাকলে নির্বাচনের আগে গ্রেফতার করুন, তফসিল ঘোষণার পর গ্রেফতার যেন না হয়।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply