বিএনপির চলমান অবরোধে জনগণের অংশগ্রহণ নেই: সজীব ওয়াজেদ জয়

বিএনপির চলমান অবরোধে জনগণের অংশগ্রহণ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

রবিবার (১২ নভেম্বর) সজীব ওয়াজেদ জয়ের ভেরিফায়েড টুইটার পেজে পোস্ট করা একটি একটি ভিডিও থেকে এ তথ্য জানা গেছে।

ভিডিও ক্যাপশনে জয় লেখেন, কীভাবে স্থানীয় এক বিএনপি নেতা সহিংসতা উসকে দিয়েছেন। ভিডিওটিতে সেই সহিংসতার ঘটনা দেখানো হয়েছে।

ভিডিওর ব্যাখ্যায় তিনি লেখেন, গত ৯ নভেম্বর সুনামগঞ্জ জেলা বিএনপি সভাপতি কলিম উদ্দিন মিলনের নেতৃত্বে সিলেট মহাসড়কের মদনপুর মোড় অবরোধ করে বিএনপির একদল নেতা।

ভাঙচুরের সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলামকেও লাঠি হাতে দেখা গেছে। তারা লাঠিসোঁটা ও রড নিয়ে একটি বাস ভাঙচুর করে। পালাক্রমে সিএনজি হামলা চালিয়ে ক্ষতিগ্রস্থ হয়। ভাঙচুরের সময় ও পরে ‘অবরোধ চলবে’, ‘রাস্তা পোড়াও’, ‘আমরা জিয়ার সৈনিক’ স্লোগান দেয়া হয়।

যেখানে বিএনপির সাবেক সংসদ সদস্য মিলন আক্রমণকারীদের স্বাগত জানান এবং একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন। যেখানে তিনি কঠোর পরিণতির হুঁশিয়ারি দেন।

ভিডিওতে প্রায় ২০ ব্যক্তির উপস্থিতির দিকে ইঙ্গিত করে সজীব ওয়াজেদ লিখেন, বক্তৃতায় মিলন দাবি করেন, দেশবাসী অবরোধের সমর্থনে ছিল। কিন্তু সেখানে অনুগত ২০ জন ক্যাডার ছাড়া কাউকে দেখা যায়নি।

তিনি আরো সহিংসতা চালাতে বললে ওই দলটি আরেকটি বাস ভাংচুর করে এবং পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

জয় আরো লেখেন, ওই দিন সন্ধ্যার পর ছাত্রদল, চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহবায়ক কাজী সালাউদ্দিন কাদের আসাদের নেতৃত্বে অগ্নিসংযোগকারীদের আরেকটি দল অবরোধ কার্যকর করার আহবায়ক জানিয়ে আরেকটি আকস্মিক সমাবেশ করে। যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবেদনের মধ্যে তাদের আগুনের লাঠি বহন করতে দেখা গেছে, যা রাস্তার যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...