সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল রবিবার (১৯ নভেম্বর) চতুর্থ বিয়ে করেছেন ফারজানা আরশিকে
সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে জানা গেছে, আরশির দ্বিতীয় বিয়ে এটি। এর আগে নাদিম আহমেদ নামের এক ফুড ব্লগারের সঙ্গে তার বিয়ে হয়েছিলো। আরশি নিজেও একজন ফুড ব্লগার।
আরশির আইডিতে এখনো নাদিমের সঙ্গে বেশ কিছু ছবি রয়েছে। নাদিমের সঙ্গে বিয়ের ছবিও এখনো ঘুরপাক খাচ্ছে ফেসবুকে।
নোবেলের মাদকাসক্তির পেছনে শিল্পী ও এয়ার হোস্টেজ দায়ী: সালসাবিল
তবে নাদিমের সঙ্গে আরশির বিচ্ছেদ হয়েছে কিনা, তা জানা যায়নি।
চলতি বছরের মে মাসে নোবেলের সঙ্গে বিচ্ছেদ হয় সালসাবিল মাহমুদের। মাদক না ছাড়ায় নোবেলকে তালাক দেন সালসাবিল। তার আগে বহুদিন ধরে থাকছিলেন আলাদা। ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিলকে বিয়ে করেছিলেন নোবেল। তার সঙ্গে ডিভোর্সের ছয় মাসের মাথায় ফের বিয়ে করলেন গায়ক।
জানা যায়, এটি নোবেলের চতুর্থ বিয়ে। নোবেল প্রথম বিয়েটা করেন রিমি নামের এক মেয়েকে। সেই সংসার বেশি দিন টেকেনি। রিমিই নাকি ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্মীয়র মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন নোবেল। বেশি দিন টেকেনি সেই সংসারও।
স্বাআলো/এস