জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর, নড়াইল এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প পরিবেশ অধিদফতর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণাণয়ের আয়োজনে এ সচেতনতামুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে শব্দ দূষণ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কিকি করণীয় এবং শব্দ দূষণ এর কারণে মানুষের শ্রবণ যন্ত্রসহ শারীরিক কি কি ক্ষতি হতে পারে সে বিষয়ে ধারনা প্রদান করা হয় এবং এ বিষয়ে সকলকে সচেতন থেকে কাজ করার জন্য আহবান জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে পরিবেশ অধিদফতর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল মালেক মিয়া, নড়াইল জেলা হাসপাতালের নাক-কান-গলা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ জমির উদ্দিন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকীসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস