আগামী ২৬ নভেম্বর পটুয়াখালী-০১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের উপনির্বাচনে কে হবেন নৌকার মাঝি। একটি পৌরসভা ও তিনটি উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-০১ আসন।
এ আসনে তৃতীয় লিঙ্গের আটজন ভোটারসহ সর্বমোট চার লাখ ৭৩ হাজার ২৫৬ জন ভোটার রয়েছে। এর মধ্যে মহিলা ভোটার দুই লাখ ৩৮ হাজার ৪৬০ ও মহিলা ভোটার দুই লাখ ৩৪ হাজার ৭৮৮ জন।
শনিবার (২১ অক্টোবর) ভোর ৬টায় পটুয়াখালী-০১ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী এ্যাডভোকেট শাহজাহান মিয়া রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
গত ২৪ অক্টোবর মঙ্গলবার নির্বাচন কমিশন ২৫তম কমিশন বৈঠক শেষ করে উক্ত শূন্য আসনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাঙ্গীর আলম।
পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
এ ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ নভেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ নভেম্বর। এবং ভোটগ্রহণ ২৬ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।
উক্ত পটুয়াখালী-০১ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী হওয়ার জন্য একাধিক আওয়ামী লীগ নেতা এখন ঢাকায় অবস্থান করছেন। ইতোমধ্যে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী নৌকার মনোনয়ন লাভে দলের নির্বাচনী বোর্ডসহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সাথে যোগাযোগের চেষ্টা করছেন।
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার জানাজায় মানুষের ঢল
মনোনয়ন প্রত্যাশীরা হলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার দ্যা সূর্য্যসেন হলের সাবেক ভিপি এ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক সাবেক সহ-সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান দৈনিক পটুয়াখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান আহম্মেদ মৃধা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বদরপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার, সদ্য প্রায়াত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী পটুয়াখালী-০১ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট শাহজাহান মিয়ার ছেলে পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট তারিকুজ্জামান মনির ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেসিক ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক রাজিব পারভেজ।
এছাড়াও এ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার গুঞ্জন রয়েছে শহরে। এ আসনে নৌকার মাঝি কে হবেন, এ মুহুর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে নেত্রী যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষে একতাবদ্ধ হয়ে কাজ করার কথা বলছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
স্বাআলো/এস