জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায় পটুয়াখালী জেলার বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার নির্বাচন ২১ মে। এ তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
জেলা রির্টানিং অফিসার খান আবি শাহানুর খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের দরবার হলে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে উক্ত সংখ্যক ৩০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীদের মধ্যে বাউফল উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, আব্দুল মোতালেব হাওলাদার, খম মসিউর রহমান লাবলু, মোসারেফ হোসেন খান ও সজল কুমার হালদার। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে একটি মাত্র বৈধ প্রার্থী মাহমুদ রাহাত। এ পদে হলফ নামায় স্বাক্ষর না থাকায় আনিসুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ঝরনা বেগম ও মরিয়ম বেগম।
পটুয়াখালী ৩০০ পিস ইয়াবাসহ রনিকে গ্রেফতার
দশমিনা উপজেলায় বৈধ চেয়ারম্যান প্রার্থী সাতজন, মাকসুদুর রহমান, আবু সালেহ শিকদার, আব্দুল আজীজ, ইকবাল হোসেন, এনায়েতুল ইসলাম, বশির উদ্দিন ও শাখাওয়াত হোসেন। ভাইস চেয়াম্যান পদে তিনজন তমিজ উদ্দিন, নাসির উদ্দিন ও মোফাজ্জেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন মনিরা বেগম ও সামসুন্নাহার খান ডলি।
গলাচিপা উপজেলায় বৈধ চেয়ারম্যান পদে ওয়ানা মার্জিয়া (নিতু), মুহম্মদ সাহিন, সামসুজ্জামান লিকন ও মোফাজ্জেল হোসেন। ভাইস চেয়ারম্যান পদে তিনজন ফরিদ আহসান কচিন, রিফাত হাসান ও রেজাউল কবির মোল্লা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন তহমিনা আক্তার, মোসাম্মৎ শিরিন নাহার আখতার, সাফিয়া বেগম ও হেলেনা বেগম। এ তিনিটি উপজেলায় মোট ভোটার রয়েছে ছয় লাখ ৫৫ হাজার ৫২১। এর মধ্যে পুরুষ ভোটার তিন লাখ ৩৩ হাজার ১৫২ ও মহিলা ভোটার তিন লাখ ২২ হাজার ৩৬৬ এবং তৃতীয় লিঙ্গ ভোটার মাত্র তিনজন। ২ মে প্রতীক বরাদ্দ ও ২১ মে ভোট গ্রহন হবে। মনোনয়ন দাখিল করে উক্ত প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে দোয়া প্রার্থনা করে যাচ্ছেন।
স্বাআলো/এস