তফসিল ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের বাগেরহাটের চার আসনের জন্য দাখিলকৃত ৩০ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সোমবার (৪ ডিসেম্বর) সম্পন্ন হয়েছে।
যাচাই-বাছাইয়ে ঋন খেলাপি ও জমাকৃত ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে জাল ও গড়মিল থাকায় ছয়জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে।
যদিও বাতিল হওয়াদের আফিলের সুযোগ রয়েছে। আর চারটি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের চার প্রার্থীসহ ২৪ জনের প্রার্থীতা বৈধ হয়েছে।
দুইদিন ধরে যাচাই-বাছাই শেষে সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, বাগেরহাট-১ আসন থেকে জমা দেয়া বাংলাদেশ কংগ্রেস পার্টির কাজী রবিউল ইসলামের মনোয়নপত্র ঋণ খেলাপির দায়ে বাতিল করা হয়েছে। বাগেরহাট-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেনের সমর্থিত ভোটারের নকল স্বাক্ষর, জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম ঋণখেলাপি ও তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা দেউলিয়া প্রতিষ্ঠানের ঋণে সাক্ষী থাকার কারণে প্রাথমিকভাবে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাগেরহাট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী শেখ নিজাম উদ্দিনের মনোনয়নপত্রে সমর্থিত ভোটারের স্বাক্ষর নকল থাকায় এবং বাগেরহাট-৪ আসন থেকে মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসাইনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ফলে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে মনোনয়ন বৈধ রয়েছে আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন এমপি, জাতীয় পার্টির কামরুজ্জামান, জাকের পার্টির শেখ গোলাম ফারুক চাঁন, তৃণমূল বিএনপির মাহফুজুর রহমান, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্টের (বিএনএম) মঞ্জুর হোসেন শিকদার, ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহ ও বাংলাদেশ কংগ্রেসের আতাউর রহমান আতিকী।
উল্লেখ্য, বাংলাদেশ কনগ্রেস পার্টি থেকে একজন ঢাকা ও একজন বাগেরহাটে মনোনয়নপত্র জমা দিয়েছিলো। বাগেরহাট-২ (কচুয়া বাগেরহাট সদর) আসনে মনোনয়ন বৈধ রয়েছে আওয়ামী লীগের শেখ তন্ময় এমপি, জাকের পার্টির খান আরিফুর রহমান এবং বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্টের (বিএনএম) সোলায়মান শিকদার। বাগেরহাট-৩ আসনে (মোংলা-রামপাল) আসনে মনোনয়ন বৈধ রয়েছে আওয়ামী লীগের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, জাতীয় পার্টির মনিরুজ্জামান মনি, জাসদের শেখ নুরুজ্জামান মাসুম, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্টের (বিএনএম) সুব্রত মন্ডল, বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী, তৃনমূল বিএনপির ম্যানুয়েল সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার। বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে মনোনয়ন বৈধ রয়েছে আওয়ামী লীগের এইচ এম বদিউজ্জামান সোহাগ, জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রি, জাকের পার্টির বাদল রেজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) লোকমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মুহাম্মদ বদরুজ্জামান, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্টের (বিএনএম) রেজাউল ইসলাম রাজু, তৃণমূল বিএনপির লুৎফর নাহার রিক্তা। তফসিল অনুযায়ী আগামী ৬ ডিসেম্বর ২৩ থেকে বর্ণিত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলে জানান রিটানিং কর্মকর্তা।
স্বাআলো/এস