পটুয়াখালীতে ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, স্থগিত ১৫

পটুয়াখালীর চরটি আসনে বিভিন্ন দলের প্রার্থীদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে আসন ভিত্তিক যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলমের সভাপতিত্বে যাচাই বাছাই কার্যক্রমে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রার্থী এবং তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এসময় মোট ২৮ জন প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থীকে বৈধ, চারজনের মনোনয়ন বাতিল এবং ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা নূর কুতুবুল আলম।

পটুয়াখালী-১ আসনে (পটুয়াখালী সদর, দুমকি, মির্জাগঞ্জ) আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট আফজাল হোসেন এমপি ও এনপিপির নজরুল ইসলামের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করা হয়। এছাড়া আয়কর খেলাপী হওয়ার জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাগজপত্র সঠিক না থাকায় তরিকত ফেডারেশনের প্রার্থী খলিল, জাসদের কে এম আনোয়ারুজ্জামান এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মহিউদ্দিন মামুনের মনোনয়নপত্র স্থগিত করা হয়। ঋন খেলাপী হওয়ায় বাংলাদেশ কংগ্রেসর নাসির উদ্দীন তালুকদার ও জাকের পার্টির মিজানুর রহমান বাবুলেরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

পটুয়াখালী ২ আসনে (বাউফল) মনোনয়ন দাখিল করেছেন ছয়জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সাবেক চিফ হুইপ আ স ম. ফিরোজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এছাড়া কাগজপত্রে কিছু ত্রুটি থাকায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের জোবায়ের হোসেন, তৃণমূল বিএনপির মাহাবুবুল আলম, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ কমিটির সদস্য হাসিব আলম তালুকদার ও জাতীয় পার্টির প্রর্থী মহসীন হাওলাদারের মনোনয়ন স্থগিত এবং প্রদত্ত ভোটার তালিকায় গড়মিল থাকায় আরেক স্বতন্ত্র প্রার্থী নূর মোহাম্মদের মনোনয়ন পত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

পটুয়াখালী ৩ আসনে (গলাচিপা-দশমিনা) মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন প্রার্থী। এদের মধ্যে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এসএম শাহাজাদা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের এ ওয়াই এম কামরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক বিজিবি মহাপরিচালক লেঃ জেনারেল আবুল হোসেনের মনোনয়ন বৈধ এবং কাগজপত্রে ভুলত্রুটি থাকায় জাতীয় পার্টির নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির সাইফুর রহমান, তৃণমূল বিএনপির ওবায়েদুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ নূরে আলমের মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়।

পটুয়াখালী ৪ আসনে (কলাপাড়া-রাঙ্গাবালী) মোট সাতজন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য মহিববুর রহমান, স্বতন্ত্র প্রাথী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক পানি সম্পদ মন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, সাবেক এমপি আনোয়ারুজ্জামানের ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য আবদুল্লাহ আল ইসলাম লিটনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জমাকৃত কাগজপত্রে ত্রুটি থাকায় জাতীয় পার্টির আব্দুল মান্নান হাওলাদার, জাসদের বিশ্বাস সিহাব পারভেজ মিঠু, বাংলাদেশ কংগ্রেসের জাহাঙ্গীর হোসাইনের মনোনয়নপত্র স্থগিত এবং প্রদত্ত ভোটার তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

রিটার্নিং অফিসার বলেন, স্থগিত প্রার্থীরা ভুলত্রুটিগুলো সংশোধন করে দিলে তাদেরকেও বৈধ ঘোষণা করা হবে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদেরও আপিলের সুযোগ রয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...