দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের তিনটি আসনে সর্বমোট মনোনয়নপত্র দাখিল হয় ২৭টি। যাচাই-বাছাই শেষে ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল হয়েছে ছয় স্বতন্ত্র প্রার্থীসহ আটজনের।
সোমবার (৪ ডিসেম্বর) লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এ তথ্য নিশ্চিত করেন।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসন থেকে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাকী, স্বতন্ত্র প্রার্থী কে এম আমজাদ হোসেন তাজু, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের।
অপরদিকে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসন থেকে ১১ জন মনোনয়ন জমা দেন।
এর মধ্যে বাতিল হয়েছে জাকের পার্টির প্রার্থী রজব আলী, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী দেলাব্বর হোসেন, স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন, স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্রনাথ বর্ম্মণের মনোনয়ন।
এ ছাড়া লালমনিরহাট-৩ (সদর) আসন থেকে আটজন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেনের।
রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, ২৭ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি আটজনের বিভিন্ন ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।
স্বাআলো/এস