লালমনিরহাটে ১৯ জনের মনোনয়ন বৈধ, ৮ প্রার্থীর বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের তিনটি আসনে সর্বমোট মনোনয়নপত্র দাখিল হয় ২৭টি। যাচাই-বাছাই শেষে ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল হয়েছে ছয় স্বতন্ত্র প্রার্থীসহ আটজনের।

সোমবার (৪ ডিসেম্বর) লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ এ তথ্য নিশ্চিত করেন।

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসন থেকে আটজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

এর মধ্যে মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাকী, স্বতন্ত্র প্রার্থী কে এম আমজাদ হোসেন তাজু, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের।

অপরদিকে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসন থেকে ১১ জন মনোনয়ন জমা দেন।

এর মধ্যে বাতিল হয়েছে জাকের পার্টির প্রার্থী রজব আলী, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী দেলাব্বর হোসেন, স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন, স্বতন্ত্র প্রার্থী রবীন্দ্রনাথ বর্ম্মণের মনোনয়ন।

এ ছাড়া লালমনিরহাট-৩ (সদর) আসন থেকে আটজন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে মনোনয়ন বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী জাবেদ হোসেনের।

রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান, ২৭ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি আটজনের বিভিন্ন ত্রুটি থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...

ফের বাজার থেকে উধাও সয়াবিন তেল

সয়াবিনের সংকট কাটাতে চলতি মাসের শুরুতে ভোজ্যতেলের দাম বাড়িয়ে...