অভিনেতা সিদ্দিকুর রাহমান

‘সে তো আমার স্বামী নয়, তাই কিছুই বলতে চাই না’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার কাকরাইল এলাকায় একদল লোক তাকে মারধর করে এবং পরনের কাপড় ছিঁড়ে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।

এদিকে, অভিনেতা সিদ্দিকের এই পরিস্থিতির মধ্যেই তার প্রাক্তন স্ত্রী, মডেল মারিয়া মিম নতুন করে আলোচনায় এসেছেন। সিদ্দিককে নিয়ে নেটিজেনদের করা প্রশ্নে বিরক্তি প্রকাশ করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও পোস্ট করেছেন মিম, যেখানে এক যুবকের কোমর ধরে আয়নায় ছবি তুলতে দেখা গেছে তাকে। মিম ছবির ওই ব্যক্তিকে তার ‘ভালোবাসার মানুষ’ বলে উল্লেখ করেছেন, যা তার নতুন প্রেমের গুঞ্জন উস্কে দিয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম ভালোবেসে ২০১২ সালে সিদ্দিকুর রহমানকে বিয়ে করেন। ২০১৩ সালে তাদের সংসারে পুত্র সন্তান আরশ হোসেনের জন্ম হয়। কিন্তু বনিবনা না হওয়ায় ২০১৯ সালের শেষের দিকে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে মিম সিঙ্গেল মাদার হিসেবেই পরিচিত।

যে ভালো কাজ করবে, তাকে নিয়েই সমালোচনা হবে: মিম

বিবাহবিচ্ছেদের পর মারিয়া মিম নিজেকে আগের চেয়ে খোলামেলা রূপে উপস্থাপন করতে শুরু করেন। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই আবেদনময়ী ছবি শেয়ার করে আলোচনার পাশাপাশি সমালোচনারও শিকার হন তিনি। তবে মিম বরাবরই নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে এসেছেন।

সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে এক সাক্ষাৎকারে পোশাক নিয়ে সমালোচনার জবাবে মিম বলেন, আমার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয়। কিন্তু আমি তো দেশে ছোট পোশাক পরি না, বিদেশে পরি। কারণ আমি বেড়ে উঠেছি বার্সেলোনায়। সে কারণে ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি। এ ধরনের পোশাকে আমাকে ভালোও লাগে।

তিনি আরো বলেন, বলিউডের কেউ ছোট পোশাক পরলে প্রশংসা করা হয়, কিন্তু আমরা পরলে সেটা ভালো লাগে না। মানুষের মানসিকতা পরিবর্তন করা উচিত। মিডিয়ায় কাজ করতে হলে গ্ল্যামারাস থাকতে হবে, সুন্দর ড্রেস পরতে হবে। তার মতে, পোশাকটি মানানসই এবং ফিটনেস থাকলেই পরা উচিত।

সাক্ষাৎকারে প্রাক্তন স্বামী সিদ্দিকুর রহমানের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মিম কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ৬-৭ বছর আগে। সে তো আমার স্বামী নয়, তাই এ বিষয়ে কিছুই বলতে চাই না।

স্বাআলো/এস