র‌্যাবের হাতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সামাদ ধরা

| October 9, 2023

যশোরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও আদালত থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সামাদকে (৩৮) নড়াইল থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৯ অক্টোবর) তাকে আটক করা হয়।

আটক আব্দুস সামাদ শহরের খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, ২০০৯ সালের ১১ ডিসেম্বর জেলা পুলিশের হাতে মাদকসহ আটক হয় আব্দুস সামাদ। এই ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করে পুলিশ। কিছুদিন জেলহাজতে আটক থাকার পর জামিনে মুক্তি পেয়ে তিনি পলাতক থাকেন। গত ২ অক্টোবর যশোরের একটি আদালত তাকে দোষী সাবস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আব্দুস সামাদ পালাতক ছিলেন। পরে র‌্যাব সদস্যরা নড়াইলের লোহাগড়া উপজেলার নড়াগাতী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

স্বাআলো/এসএস

Leave a Reply