আইন আদালত

শপথ চেয়ে হাইকোর্টে রিট করিনি: ইশরাক

ঢাকা অফিস ঢাকা অফিস | May 25, 2025

শপথ গ্রহণ নিয়ে আইনি পদক্ষেপের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বিএনপি নেতা ইশরাক হোসেন জানিয়েছেন, তিনি এখনো হাইকোর্টে কোনো রিট পিটিশন দায়ের করেননি। তবে এ বিষয়ে আলোচনা চলছে।

রবিবার (২৫ মে) এক বিবৃতিতে ইশরাক হোসেন এই দাবি করেন।

বিবৃতিতে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক ‘সিটি করপোরেশন আইন’ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে শপথ পড়ানোর কোনো উদ্যোগ দেখা যায়নি। এ কারণে কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়ে তারা আলোচনা করছেন। তবে এখন পর্যন্ত রিট পিটিশন দায়ের অথবা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ চাইলেন ইশরাক

তিনি আরো জানান, আদালতের প্রস্তুতির অংশ হিসেবে তারা কেবল একটি ‘এন্ট্রি’ করিয়েছেন। এটি কোনো রিট পিটিশন নয়, শুধুমাত্র একটি প্রাথমিক ধাপ।

প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন তার শপথ চেয়ে হাইকোর্টে রিট করেছেন। এর প্রেক্ষিতেই তিনি এই বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করলেন।

স্বাআলো/এস

Shadhin Alo