দেশের বাজারে আরো এক দফা জ্বালানি তেলের দামে সমন্বয় এনেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় শনিবার (৩১ মে) এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করেছে, যা আজ রবিবার (১ জুন) থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম কমানো হয়েছে। তবে ব্যতিক্রম হিসেবে কেরোসিনের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছে।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিলো ১০৪ টাকা। প্রতি লিটার অকটেনের দাম ৩ টাকা কমিয়ে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিলো ১২৫ টাকা। প্রতি লিটার পেট্রোলের দাম ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিলো ১২১ টাকা।
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ
অন্যদিকে, প্রতি লিটার কেরোসিনের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৪ টাকা। গত মাসে কেরোসিনের দাম ছিলো ১০৪ টাকা। অর্থাৎ, কেরোসিনের দাম লিটারে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, এর আগে গত মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা, অকটেন ১২৬ টাকা থেকে কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোল ১২২ টাকা থেকে কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। গত ফেব্রুয়ারি মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা করে বাড়ানো হয়েছিল।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতি বছরের মার্চ মাস থেকে সরকার জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতি অনুযায়ী প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে।
স্বাআলো/এস