নিজস্ব প্রতিবেদক: যশোর রেলগেটে ট্রেনে কেটে জাবেদ আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাবেদ আলী কুষ্টিয়া জেলার সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মুন্দির মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মনিতোষ বিশ্বাস।
এসআই মনিতোষ জানান, দুপুর ৩টায় খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী ট্রেনটিতে উঠেন জাবেদ আলী। পরবর্তীতে রেলগেট পৌঁছালে তিনি ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এসময় তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে পুলিশ যেয়ে লাশ উদ্ধার করে। পরিবারের স্বজনদের সাথে যোগাযোগ করা হয়েছে তারা যশোরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি মুলত বেনাপোল এক্সপ্রেসে করে কুষ্টিয়া যেতে চেয়েছিলেন। কিন্তু বেনাপোলগামী বেতনা এক্সপ্রেসে তিনি উঠে পড়েন। তাড়াহুড়ো করে নামতে যেয়ে তিনি ট্রেনে কাট পড়েন। এছাড়া তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও পরিবার থেকে জানানো হয়েছে।
স্বাআলো/এস