নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় মোটরসাইকেলের ধাক্কায় ফসিয়ার মোল্যা (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নড়াইল সদর উপজেলার রতডাঙ্গা গ্রামর ফসিয়ার মোল্যা ফজরের নামাজ আদায়ের পর রাস্তায় হাটতে বের হয়। এসময় পিছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আনিসুজ্জামান প্রাথমিক চিকিৎসা দেন।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

নড়াইলের ভাই ভাই এ্যাম্বুলেন্স সার্ভিসের চালক ইমরান হোসেন জানান, গুরুতর আহত ওই ব্যক্তিকে খুলনা নেয়ার পথে নিস্তেজ হয়ে যান। খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।বুধবার (৮ জানুয়ারি)...

মণিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কিশোর নিহত

যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৫)...

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি হাসপাতালের ডিজিটাল...

ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনকারীদের কর দ্বিগুণ করলো সরকার

খুচরা যন্ত্রাংশসহ ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর ও মোটরবাইক উৎপাদনকারী...