লিটন ঘোষ জয়, মাগুরা : মাগুরায় বিশ্ব নাট্য দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা ও নাটক মঞ্চায়িত করা হয়েছে।
বুধবার (২৭ মার্চ) জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, উদীচী মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, সাংবাদিক লিটন ঘোষ জয় সহ অন্যরা।
জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, বিশ্ব নাট্য দিবস হচ্ছে বিশ্বজুড়ে সকল নাট্যকর্মী ও শিল্পীর মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি, সৌহার্দ্য স্থাপন ও নাটকের শক্তিকে নতুন রূপে সবার মাঝে ছড়িয়ে দেয়া। নাট্যকর্মী, অভিনয়শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সবাই মিলেমিশে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে।
জেলা প্রশাসনের পৃষ্টপোষকতায় অনুষ্ঠানটি বাস্তবায়ন করছেন জেলা শিল্পকলা একাডেমি। মঞ্চায়িত নাটকটিতে অভিনয় করেন শিল্পকলা একাডেমির নাট্য শিল্পীরা।
স্বাআলো/এস