জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সদর উপজেলার কিরনগাছী গ্রামে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন হতাহত হয়েছে।
দুর্ঘটনাটি ঘটে সোমবারে (৩ জুন) দুর্ঘটনাটি ঘটে।
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের তদারকি, ২ প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী জানান, সদর উপজেলার যুগীরহুদা গ্রামের তুফান মন্ডলের ছেলে আবুল হোসেন (৫৬) ও জেলার দামুড়হুদা উপজেলার গহেরপুর গ্রামের আহার আলীর ছেলে মিলন হোসেন (২৪) এবং একই গ্রামের খোকন মন্ডলের ছেলে টুটুল রহমান (২৬) দুইটি মোটরসাইকেল করে যাচ্ছিলো। এ সময় মোটরসাইকেল দুইটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
চুয়াডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
স্থানীয় লোকজন তাদের তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদ আলম পরীক্ষা নিরীক্ষা শেষে টুটুল রহমানকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনের চিকিৎসা চলছে বলে তিনি জানান।
স্বাআলো/এস