আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাট-খুলনা মহাসড়কের ষাটগম্ভুজ মসজিদ এলাকায় নসিমন, ইটভাঙ্গা মেশিন গাড়ী ও বিআরটিসি বাসের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে।
এতে আল আমিন (৪৫) নামের একজন নিহত ও তিন জন আহত হয়েছেন। আর এ ঘটনাটি হয়েছে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে।
নিহত আল আমিন বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর কোড়ামারা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। আহতরা হলেন, বাগেরহাট জেলা সদরের পিসি কলেজ রোডের হরিনখানা এলাকার নুরুল হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪০) সদর উপজেলার ডেমা এলাকার জলিল তরফদারের ছেলে বাবু তরফদার (৪২) ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া সিংখালী গ্রামের ইউনুস গাজীর ছেলে জাহিত গাজী (৩৮)। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার বলেন, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ষাটগম্ভুজ মসজিদ এলাকা থেকে একটি ইটভাঙ্গা মেশিন গাড়ী ও একটি নসিমনে মিক্সড মেশিন নিয়ে বাগেরহাট সদরের দিকে আসার পথে খুলনাগামী একটি বিআরটিসি বাস তাদের ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। এ অবস্থায় নসিমনে ও ইট ভাঙ্গা মেশিনে থাকা চারজন শ্রমিক গুরুতর আহত হয়। এদের কে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে আল-আমিন কে মৃত ঘোষনা ও বাকী তিনজনকে চিকিৎসা দেয়া হয়। আর এ সড়ক দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশ আইনত ব্যবস্থা গ্রহন করবে বলে জানান তিনি।
বাগেরহাটের চিতলমারীতে বসত বাড়ীতে অগ্নিকান্ড বাগেরহাট প্রতিনিধি । বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামের মুজিবর রহমান তালুকদারের বসতবাড়ী শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে এ অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রন করলেও আগুন লাগার মুহর্তের মধ্যেই একটি চার চালা টিনের ঘর পাশের রান্না করার ঘর ঘরে সব মালামাল পুড়ে ওই বাড়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে ধারনা করছেন বাড়ী মালিক। বাড়ী মালিক মুজিবর রহমান বলেন, সোমবার রাতের খাবার খেয়ে আমরা পরিবারের সকলেই যথানিয়মে ঘুমিয়ে পড়ি। ভোর ৪ টার দিকে বসত ঘরের এক পাশ থেকে আগুন জ¦লে উঠলে আমাদের ঘুম ভেঙ্গে যায় এবং সকলেই ঘরের বাইরে চলে আসি এবং নিজেরাই আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি। এক পর্যায়ে ফায়ার সার্ভিস কে খবর দেয়া হয়।
পরে ফায়ার সাভির্সের একটি টিম এসে আগুন নিয়ন্ত্রন করলেও ঘরের অবকাঠামো এবং মালামাল পুড়ে যায়। মঙ্গলবার সকালে চিতলমারী থানা ওসি ইকরাম হোসেন জানান, উপজেলা সদরের চৌদ্দহাজারী গ্রামের মুজিবর রহমান তালুকদারের বসতঘর বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে পুড়ে গেছে। খবর পেয়ে ভোর রাতেই থানা থেকে পুলিশ ওই বাড়ীতে যায়। ফায়ার সাভির্সের পাশাপাশি পুলিশ ও আগুন নিয়ন্ত্রনে কাজ করে। এখানে কোন হতাহত না হলেও গৃহকর্তার ১০/১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
স্বাআলো/এস