নিজস্ব প্রতিবেদক: শুক্রবার (১২ জুলাই) সকালে যশোর-নড়াইল সড়কের শ্রীরামপুর নামক স্থানে ট্রাকোর চাপায় সিদ্দিক শেখ(৫০) নামে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত সিদ্দিক বাঘারপাড়া উপজেলার দক্ষিন শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে।
আহতরা একই গ্রামের মোস্তাক মোল্যার ছেলে সুফিয়ান(২০), আক্কাচ মোল্যার ছেলে সাহিদুল(১৮), বারিক মোল্যার ছেলে মজিদ(৪৮) ও জালাল মোল্যার ছেলে কবির(৩৫) এরা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিসৎসা নিয়েছেন বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলি হাসান নিশ্চিত করেছেন।
নড়াইলে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
আহতরা জানান, তারা মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যশোর নড়াইল সড়ক পার হচ্ছিলেন। ঐ সময় নড়াইলের দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ট্রাকের তলায় চাপা পড়ে নিহত হন সিদ্দিক(৫০)। কমবেশি আহত হন তারা চারজন।
স্বাআলো/এস/বি