জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার সদর উপজেলার দূর্বাজুড়ি এলাকার ঢাকা-নড়াইল-যশোর সড়কের পাশ থেকে রেজানুর রহমান জালাল (৭৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নড়াইলের তুলামপুর হাইওয়ে পুলিশ
নড়াইল হাইওয়ে পুলিশ সুত্রে জানাগেছে, বুধবার (২৯ মে) স্থানীয় লোকজন সদরের দুর্বাজুড়ি এলাকায় সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে, তুলারামপুর হাইওয়ে থানা পুলিশকে অবগত করলে হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
জানা গেছে নিহত রেজানুর রহমান জালাল (৭৪) নরসিংদী জেলার বেলাব এলাকার মৃত হারুন অর রশীদের ছেলে ।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত হোসেন, বিষয়টি নিশ্চিত করে বলেন, পিবিআই এর মাধ্যমে আমরা নিহতের নাম ঠিকানা নিশ্চিত করেছি। লাশ উদ্ধার করে মনাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সড়ক দূর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
স্বাআলো/এস