রাঙামাটিতে একটি চলন্ত ট্রাককে লক্ষ্য করে দুর্বৃত্তরা একের পর এক গুলি ছুড়েছে। এতে ট্রাকচালক গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে জেলার সাপছড়ির শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ট্রাকচালককে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাকচালকের নাম সৈয়দ আলম। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রানীরহাট এলাকার বাসিন্দা।
চালকের সহকারী মোহাম্মদ জাকির হোসেন জানান, ট্রাকে কাঠ নিয়ে তারা রাঙামাটি থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। শালবাগান এলাকায় উঁচু রাস্তা বেয়ে উঠার সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। এতে ট্রাকচালকের পায়ে গুলি লাগে। ট্রাকের সামনের দুটি চাকা ফেটে যায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান বলেন, গুলিবিদ্ধ হয়ে আহতাবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়েছে। তাকে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। তিনি এখন শঙ্কামুক্ত।
রাঙামাটির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে গুলিবিদ্ধ হওয়ার খবরে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ট্রাকচালক ও শ্রমিকরা।
স্বাআলো/এসএ