বিনোদন ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা বিকৃত ছবির (ডিপফেক) শিকার হলেন বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ডিপফেক ছবি ছড়িয়ে পড়লে তিনি তীব্র ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন।
বিভিন্ন সামাজিক ইস্যুতে প্রায়ই মন্তব্য করে আলোচনায় আসেন শবনম ফারিয়া। ব্যক্তিগত জীবনেও প্রতিবাদী হিসেবে পরিচিত তিনি। এবার নিজের ডিপফেক ছবি শেয়ার করে এর পেছনের বিকৃত মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী।
মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে ফারিয়া ওই বিকৃত ছবিটি শেয়ার করে এর ক্যাপশনে লেখেন, এবার এক গন্ডার বড় ভাই এই আপার ছবিতে আমার মুখ এডিট করে বসায় পোস্ট দিয়েছে। আমি বুঝলাম না! এই ভাইয়াদের আমাকে এতো খোলামেলা পোশাকে দেখার ইচ্ছা কেনো?
যুবকের আপত্তিকর মন্তব্যে ক্ষুব্ধ ফারিয়া, ফাঁস করলেন স্ক্রিনশট
তিনি আরো যোগ করেন, এতো কষ্ট করে এডিট করে! আমি তো এমনেই স্লিভলেস পরে ছবি দেই! এগুলো যথেষ্ট অশালীন না লাগায় ওনাদের হতাশা দেখলে মাঝে মাঝে আমার মন চায় এমন কয়েকটা ছবি তুলেই ফেলি!
পোস্টের শেষে খানিকটা ব্যঙ্গাত্মক সুরে ফারিয়া লেখেন, প্রমিস করলাম, এবার বিদেশ ঘুরতে গেলে আপনাদের এই এডিটিংয়ের কষ্ট কমায় দেয়ার আপ্রাণ চেষ্টা করবো।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এআই ব্যবহার করে তারকাদের ছবি বা ভিডিও বিকৃত করার প্রবণতা বেড়েছে। ভারতের রাশমিকা মান্দানা, ক্যাটরিনা কাইফ, কাজলের মতো অভিনেত্রীরাও ডিপফেকের শিকার হয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। বাংলাদেশে তারকাদের ক্ষেত্রে এমন ঘটনা তুলনামূলক কম হলেও শবনম ফারিয়া এর আগেও কয়েকবার তার ছবি বিকৃত করার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন।
জীবনের সব ধরনের অভিজ্ঞতা দরকার: ফারিয়া
কাজের ক্ষেত্রে, শবনম ফারিয়াকে সর্বশেষ দেখা গেছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে ‘মোবারকনামা’ ওয়েব সিরিজে। সিরিজটিতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।
স্বাআলো/এস