ঢাকা

ঈদ আনন্দে মুখর পদ্মাপুলক

জেলা প্রতিনিধি, ফরিদপুর জেলা প্রতিনিধি, ফরিদপুর | June 12, 2025

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা পর্যটন কেন্দ্র ‘পদ্মাপুলক’ ঈদুল আজহা উপলক্ষে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ছুটে এসেছেন প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করতে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের ভিড় দেখা গেছে পদ্মাপুলকে।

ঈদের পঞ্চম দিন বুধবার (১২ জুন) এমপি ডাঙ্গী পদ্মার পাড়ে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সদরপুরে আগুনে তিনটি ঘর পুড়ে ছাই

পরিবার-পরিজন বা বন্ধু-বান্ধব নিয়ে অনেকে এসেছেন পদ্মার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। ঈদকে কেন্দ্র করে পদ্মাপাড়জুড়ে গড়ে উঠেছে অস্থায়ী বিভিন্ন খাবারের দোকান, খেলনার দোকান এবং কসমেটিক্সের দোকান। শিশু ও কিশোরদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, ইঞ্জিন চালিত ম্যাজিক বোটসহ নানা প্রকার রাইড।

পদ্মার পাড়ে ঘুরতে আসা দর্শনার্থীদের কেউ তুলছেন সেলফি, কেউ ইঞ্জিন চালিত নৌকায় নদীতে ঘুরছেন, আবার অনেকে নদীর পাড়ে বসে শান্ত পরিবেশে সময় কাটাচ্ছেন।

দর্শনার্থী রফিক, সাজ্জাদ, সাদিকুল, অন্তর, ফয়সাল, রাতুলসহ একাধিক ব্যক্তি জানান, চরভদ্রাসনের একমাত্র বিনোদন কেন্দ্র বা পর্যটন কেন্দ্র বলতে এই এমপি ডাঙ্গী পদ্মার পাড়টিই রয়েছে। ঈদ বা যেকোনো উৎসবে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য দর্শনার্থীরা এখানে আসে।

তারা আরো বলেন, পদ্মার পাড়ের সৌন্দর্য বর্ধনের জন্য প্রশাসনের আরও কাজ করা উচিত। বৃষ্টি হলে পর্যটকদের দাঁড়ানোর জন্য এখানে কোনো ছাউনি নেই। এ বিষয়ে উপজেলা প্রশাসনের নজর দেয়ার অনুরোধ জানান তারা।

স্বাআলো/এস

Shadhin Alo