খেলাধুলা

১০ রান এগিয়ে পাকিস্তান, বৃষ্টিতে আর খেলা না হলে জিতবেন বাবররা

| November 4, 2023

পাকিস্তানের সামনে ৩০০ বলে ৪০১ রানের পাহাড়সহ লক্ষ্য। বড় লক্ষ্য তাড়ায় ছুটছে পাকিস্তান। ২১.৩ ওভারে ১ উইকেটে ১৬০ রান তুলেছে বাবর আজমের দল। এরপরই নেমেছে বৃষ্টি। বৃষ্টিতে আপাতত খেলা বন্ধ রয়েছে।

বৃষ্টির কারণে যদি আর খেলা না হয়, তবে কী হবে? ডিএলএস পার স্কোর বলছে, পাকিস্তান এগিয়ে আছে ১০ রান। অর্থাৎ আর খেলা না হলে জিতবে পাকিস্তান।

চলতি বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করবে পাকিস্তান।

এই ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে একমাত্র ম্যাচ খেলেন তিনি। ওই ম্যাচেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

নিউ জিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামস(অধিনায়ক), ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টম ল্যাথাম, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ইশ শোধি।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, ফকর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আঘা সালমান, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply