চৌগাছা (যশোর) প্রতিনিধি: জিআই পণ্য হিসেবে সনদ পেয়েছে যশোরের খেঁজুর গুড়। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই করে খেঁজুরগুড়কে জিআই পণ্যের স্বীকৃতি দেয়া হয়। তারই ধারাবাহিকতায় এবার চৌগাছা উপজেলা প্রশসন খেঁজুর বাগান প্রকল্প পরিদর্শন করলেন উচ্চ পর্যায়ের সাচিবিক টিম। এসময় প্রকল্পটির ভূয়সী প্রশংসার পাশাপাশি প্রকল্পটি যেন স্থায়ী রুপ নেয়, ভবিষ্যতে এ ধরনের আরো প্রকল্প নেয়া এবং এটি যেন অর্থনৈতিক পণ্যে সাফল্যজনক রুপ নেয় সে বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনকে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
চৌগাছার বল্লভপুর বাওড়ে বিল নার্সারি উদ্বোধন
বৃহস্পতিবার (৬ জুন) চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেজেন্টেশন ও আলোচনা শেষে স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের মাঠে উপজেলা প্রশাসন খেঁজুর বাগান প্রকল্প এবং পরে উপজেলার হয়াতপুর মাঠে কৃষকদের ব্যক্তিগত খেঁজুর বাগান প্রকল্প পরিদর্শন করে সাচিবিক দলটি।
উচ্চ পর্যায়ের সাচিবিক দলটির নেতৃত্ব দেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন) হামিদুল হক, সদস্য ছিলেন জনপ্রশাসন বিভাগের যুগ্ম সচিব নজরুল ইসলাম সরকার ও মন্ত্রীপরিষদের বিভাগের যুগ্ম সচিব শাহিন আরা বেগম।
এসময় যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, চৌগাছার বিদায়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, চৌগাছার ইউএনও সুস্মিতা সাহা, খেঁজুর বাগান প্রকল্পের উদ্যোক্তা ও যশোরের ঐতিহ্যবাহি খেঁজুর রস ও গুড়ের ঐতিহ্য সংরক্ষণে নেতৃত্বদানকারী ও যশোরের খেঁজুর গুড়কে জিআই পণ্য হিসেবে আবেদনকারী চৌগাছার সাবেক ইউএনও বর্তমান কুষ্টিয়ার খোকসার ইউএনও ইরুফা সুলতানা, চৌগাছার এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস, যশোর ডিসি অফিসের সহকারী কমিশনার মাহি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুবাশ্বির হুসাইন, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নূরুল কদর, সিংহঝুলি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস