জাতীয়

লিটারে ১৯ টাকা কমলো পাম অয়েলের দাম

ঢাকা অফিস ঢাকা অফিস | August 12, 2025

ভোজ্যতেলের বাজারে স্বস্তির খবর। খোলা পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। তবে আন্তর্জাতিক বাজারে দাম না কমায় সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব বলেন, “ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন নিয়মিতভাবে ভোজ্যতেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজার পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম কমেছে। কমিশনের সুপারিশের ভিত্তিতে আমরা ভোক্তাদের জন্য পাম অয়েলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরো জানান, পূর্বে প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ছিল ১৬৯ টাকা। এখন ১৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। এর ফলে ভোক্তারা সরাসরি উপকৃত হবেন।

তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকার কারণ ব্যাখ্যা করে মাহবুবুর রহমান বলেন, “আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম স্থিতিশীল রয়েছে, অর্থাৎ উল্লেখযোগ্যভাবে কমেনি। তাই এই মুহূর্তে সয়াবিন তেলের দাম কমানো সম্ভব হচ্ছে না।”

ফলে, বোতলজাত সয়াবিন তেল আগের মতোই প্রতি লিটার ১৮৯ টাকায় বিক্রি হবে। সরকারের এই নতুন সিদ্ধান্ত শিগগিরই বাজারে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo