আলোচিত চিত্রনায়িকা পরীমণি বর্তমানে দেশের বাইরে মালয়েশিয়ায় অবস্থান করছেন। উইজার্ড শোবিজের একটি আয়োজনে অংশ নিতেই তার এই সফর এবং সঙ্গে রয়েছেন একমাত্র ছেলে পদ্ম। দেশ ছাড়ার পর থেকেই তিনি ভক্তদের সঙ্গে তার এই যাত্রার বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন। এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেলের ছবি এবং মালয়েশিয়ার রাস্তায় ছেলের সঙ্গে আনন্দঘন মুহূর্তও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরী।
সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে তিনি একগুচ্ছ ছবি পোস্ট করেন, যা মুহূর্তেই আলোচনায় চলে আসে। আকাশচুম্বী একটি ভবনের সামনে তোলা ছবিগুলোতে পরীমণিকে দেখা যায় সাদা টাওয়েল জ্যাকেট ও কালো ইনারে। খোলা চুলে চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে তাকানো তার এই ছবিগুলোতে যেন ধরা পড়েছে এক ভিন্ন বা ‘অন্যরকম’ রূপ।
পানি সব ঘোলা করে ফেলেছি: পরীমণি
এই ছবিগুলো পোস্ট করার পর থেকেই পরীমণির ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক সাড়া পড়ে। কতটা ঝড় তুলেছেন নায়িকা, তা পোস্টের পরিসংখ্যান দেখেই অনুমেয়। মাত্র ১৪ ঘণ্টার মধ্যেই পোস্টটিতে ৭২ হাজারেরও বেশি প্রতিক্রিয়া (রিয়্যাকশন) এবং ৮ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়ে। মন্তব্যঘরে তার অনুরাগীরা ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দেন। নায়িকার এই পোস্টটি দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
স্বাআলো/এস