জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলা সদর উপজেলা থেকে শতভাগ পাশ করলো ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ও চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষায় চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে শতভাগ পাশ করেছে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ও চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় ২৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ২৩৮ জনই পাস করেছে, পাসের হার শতভাগ, জিপিএ ৫ পেয়েছে ১১৬ জন ও চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে ৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯০ জনই পাস করেছে ,পাসের হার শতভাগ, জিপিও ৫ পেয়েছে ৩৪ জন।
এসএসসি পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা
এছাড়া চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় থেকে ২৫৩ পরীক্ষার্থী অংশ নিয়ে ২৩৭ জন পাস করেছে, পাসের হার ৯৪ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৯৭ জন। চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১১৫ জন, পাসের হার ৯৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৬ জন, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ২৫২ জন পরীক্ষাথী অংশ নিয়ে পাস করেছে ২৪৮ জন, পাসের হার ৯৮ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৪৪ জন, নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২৮ জন পরীক্ষাথী অংশ নিয়ে ১২১ জন পাস করেছে, পাসের হার ৯৫ শতাংশ, জিপিএ পেয়েছে ১৪ জন ,আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৪৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৪০ জন পাস করেছে, পাসের হার ৯৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৫ জন, হিজোলগাড়ী মাধ্যমিক বিদ্যালয় থেকে ১২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১১১ জন শিক্ষার্থী পাস করেছে, পাসের হার ৯১ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৫ জন, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩১ জন পরীক্ষায় নিয়ে পাস করেছে ১২৩ জন, পাসের হার ৯৪ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৬ জন, সোহরাওর্দী স্মরণী বিদ্যাপীঠ থেকে ১১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ১০৪ জন পাস করেছে, পাসের হার ৯০ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১১ জন ও তিতুদহ মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭০ জন, পাসের হার ৯৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৯ জন।
মাদরাসা বোর্ড থেকে ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়, মোট পাসের হার ৭৮ শতাংশ ও মোট জিপিএ পেয়েছে সাতজন। এর মধ্যে বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদ্রাসা থেকে ৪৬ জন পরীক্ষার্থী অংশ পাস করেছে ৩৯ জন, পাসের হার ৮৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে পাঁচজন ও চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসা থেকে ৩৭ জন শিক্সার্থী অংশ নিয়ে ৩২ জন পাস করেছে পাশের হার ৮৬ শতাংশ ও জিপিএ ৫ দুইজন।
এসএসসি: ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
এসএসসি (ভোকেশনাল) সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। মোট পাসের হার ৭৪ শতাংশ, জিপিএ পেয়েছে ১২ জন।
চুয়াডাঙ্গা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে মাধ্যমিক স্কুল, মাদরাসা ও এসএসসি ভেকেশনালসহ মোট ৪৯টি প্রতিষ্ঠান এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে দুইটি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে। স্কুলের সংখ্যা ৩৩টি। স্কুলে পাসের হার ৯২ শতাংশ ও জিপিএ ৫ পেয়েছে ৪১৫ জন। মাদরাসা সংখ্যা ৯টি, পাসের হার ৭৮ শতাংশ ও জিপিএ ৫ পেয়েছে সাত জন ও এসএসসি (ভোকেশনাল) থেকে অংশ নেয় সাতটি প্রতিষ্ঠান, মোট পাসের হার ৭৪ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী।
স্বাআলো/এস