বিএনপির অবরোধ চলাকালে বাগেরহাটের রামপাল উপজেলায় রাস্তার পাশে রাখা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির আরো চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ ডিসেম্বর) তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার মানিকনগর গ্রামের রাসেল শেখ (২৬), শিবনগর গ্রামের হাবিবুর রহমান (২৭), ইসলামাবাদ গ্রামের শরিয়ত কুদরতি (৫৭) ও তালবুনিয়া গ্রামের ওলিয়ার শেখ (৫৫)।
এরা রামপাল উপজেলার তৃনমুল পর্যায়ের বিএনপির সক্রিয় নেতাকর্মী।
বাসে আগুন দেয়ার ঘটনায় এ নিয়ে দুইদিনে পুলিশ অভিযান চালিয়ে ১৪ জন বিএনপির নেতাকর্মীকে আটক করে। আটককৃতদের বাসে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলা গ্রেফতার দেখিয়ে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
২৭ নভেম্বর রাতে রামপালের খুলনা-মোংলা মহাসড়কের জনবহুল ফয়লাহাট এলাকায় রাস্তার পাশে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুবৃর্ত্তরা। এ ঘটনায় বাসের মালিক বাদী হয়ে পরের দিন রামপাল থানায় একটি মামলা করেন।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম জানান, রাস্তার পাশে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের মামলায় পুলিশ দুই দফা অভিযান চালিয়ে মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
স্বাআলো/এস