ঢাকা অফিস: বিএনপি-জামায়াতরে দশম দফা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীর শাহবাগ মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তরঙ্গ প্লাস পরিবহনের বাসটিতে আগুন দেয়া হয়। এতে পুরো বাসটি পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন এ তথ্য জানিয়েছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।
স্বাআলো/এস