বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচির শেষ দিনে রাজধানীর উত্তরা আজপুর এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে পরিস্থান পরিবহনের বাসটিতে আগুন দেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন উত্তরা-পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন।
অবরোধে থানার গেটের সামনে বাসে আগুন
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটি পুড়ে ছাই হয়ে যায়।
এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে অফিসের জন্য বের হয়ে আজমপুর বাসস্টানে এসেই দেখি দুর্বৃত্তরা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেয়। জানতে পেরেছি বাসটিতে ২/৩ জন যাত্রী ছিলো, তাদের নামিয়ে কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন দিয়ে সটকে পড়ে। তবে এতো কোনো হতাহতে ঘটনা ঘটেনি।
স্বাআলো/এস