বিএনপির দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার ব্যস্ততম এলাকার বাংলামোটর মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বাংলামোটর মোড়ে পুলিশ বক্সের সামনে শাহবাগগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তবে, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ফায়ার সার্ভিসের তথ্যমতে, বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফার অবরোধ ঘিরে শনিবার সন্ধ্যা ৭ থেকে রবিবার ভোর সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারাদেশে মোট ১০টি গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।
স্বাআলো/এস