বাগেরহাটে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেলো ২ জনের, আহত ২৫

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাট উপজেলার মহাসড়কে বে-পরোয়াগামী যাত্রীবাহী বাস উল্টে একজন নারীসহ দুই যাত্রী নিহত ও ২৫ জন যাত্রী কমবেশী আহত হয়েছেন। রবিবার সন্ধ্যার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতি এলাকার লাল মিয়া সেখের মেয়ে ফারজানা আক্তার নিশু (৩৭) ও একই উপজেলার রাজপাট এলাকার দুলাল খানের ছেলে অসীম খান(৪৫)।

বিলম্বে প্রাপ্ত তথ্যানুযায়ী মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান শেখ সোমবার (২৯ জুলাই) সকালে বাস দুঘর্টনায় দুইজন নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট ও মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।প্রর্ত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, রুপসী পরিবহনের ওই বাসটি খুলনার রূপসা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়া যাচ্ছিলো। এ সময় মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট এলাকায় সোহেল পেট্রোল পাম্পের সামনে অপর একটি গাড়িকে অতিক্রম করতে গেলে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। এতে বাসটির ছাদ বডি থেকে আলাদা হয়ে যায়। ২৫ জন যাত্রী আহত ও ঘটনাস্থলেই ফারজানা আক্তার নিশু নিহত হন। আর অসীমকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান শেখ বলেন, সড়কের ওপর থেকে দুর্ঘটনা কবলিত বাসটি সরানো হয়েছে এবং আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা অফিস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ...

বজ্রপাতের সময় কী করবেন, কী করবেন না

বৈশাখ মাস শুরু হতেই বাংলাদেশে বেড়েছে বৃষ্টি ও বজ্রপাতের...

দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক

ঢাকা অফিস: ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না...

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য

লিটন ঘোষ জয়, মাগুরা: দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী মাগুরার শিশু...