যশোর সদরের তিন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিপুলের পথসভা

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চাঁচড়া, রামনগর ও হৈবতপুর ইউনিয়নে বিভিন্ন মোড়ে নির্বাচনী পথসভা করেছেন দোয়াত কলম প্রতীকের প্রার্থী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।

শুক্রবার (১৭ মে) তিনি তিন ইউনিয়নে নির্বাচনী পথসভা করেন।

চাঁচড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে চাঁচড়া মধ্যপাড়ায় তিনি প্রথম পথসভা করেন। তারপর রামনগরের রাজারহাট, চাঁচড়ার মাহিদিয়াসহ হৈবতপুর ইউনিয়নের বিভিন্ন মোড়ে পথসভায় বক্তব্য রাখেন।

যশোরের নরেন্দ্রপুর ও বসুন্দিয়ায় চেয়ারম্যান প্রার্থী বিপুলের পথসভা

পথসভায় আনোয়ার হোসেন বিপুল শান্তি-সমৃদ্ধি, উন্নয়ন-অগ্রগতির ও ডিজিটাল-স্মার্ট উপজেলা গড়ার জন্য সবাই কাছে আগামী ২৯ মে দোয়াত কলম প্রতীকে ভোট চান। দোয়াত কলম প্রতীকের বিজয় হলে যশোর সদর উপজেলা হবে উপজেলাবাসীর সেবাকেন্দ্র করার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলাবাসীর সুখে-দুখে পাশে থাকার অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি উন্নয়ন কর্মকান্ড তৃণমূলে পৌছে দেয়ার ওয়াদা করেন।

চাঁচড়া ইউনিয়নের পথসভায় ৭নং ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা শরীফ খায়রুজ্জামান রয়েল, ভাইস চেয়ারম্যান প্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু ও জেলা শ্রমিকলীগের শ্রম বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু।

যশোর সদরের তিন ইউনিয়নে দোয়াত কলমের প্রার্থী বিপুলের মতবিনিমিয় সভা

বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আনিচুর রহমান, মোজাম্মেল হক, আব্দুল মজিদ, মশিয়ার রহমান, আলমগীর হোসেন, সোহরাব হোসেন ও যুবলীগ নেতা তুহিন হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, যবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একরামুল কবির দ্বিপ, যুবলীগ নেতা গাজী রাইয়ান মৌমন, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিকসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...