পটুয়াখালীর উপনির্বাচন: নৌকার মনোনয়ন প্রত্যাশী ৯ জন

আগামী ২৬ নভেম্বর পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ- দুমকি) আসনের উপনির্বাচনে নৌকার মনোনয়ন চাইবেন ৯ জন আওয়ামী লীগ নেতা।

গত ২১ অক্টোবর পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২৪ অক্টবর নির্বাচন কমিশন ২৫তম কমিশন বৈঠক শেষ করে উক্ত শূন্য আসনের তফসিল ঘোষণা করেন।

এ ঘোষিত তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ নভেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ নভেম্বর। এবং ভোটগ্রহণ ২৬ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে।

বৃহষ্পতিবার (২৬ অক্টোবর) ৩/এ ধানমন্ডিস্থ আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত উপ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি হয়।

আওয়ামী লীগের নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, উক্ত আসনের উপ-নির্বাচনে আওয়মী লীগের ৯ জন নৌকার মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন পত্র কিনেছেন।

তারা হলেন, পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুলতান আহম্মেদ মৃধা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মৃধা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ এ্যাডভোকেট গোলাম সরোয়ার, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি জেলা আওয়ামী লীগের সদস্য দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট হারুন অর রশিদ হাওলাদার, পটুয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুজ্জামান মনির ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাক বেসিক ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক রাজিব পারভেজ।

এ আসনটিতে তৃতীয় লিঙ্গের আট জন ভোটারসহ সর্বমোট চার লাখ ৭৩ হাজার ২৫৬ জন ভোটার রয়েছে। এর মধ্যে মহিলা ভোটার দুই লাখ ৩৮ হাজার ৪৬০ ও পুরুষ ভোটার দুই লাখ ৩৪ হাজার ৭৮৮ জন।

এ ছড়াও এ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার গুঞ্জন রয়েছে শহরে। এ আসনে নৌকার মাঝি কে হবেন, এ মুহুর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে নেত্রী যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষে একতাবদ্ধ হয়ে কাজ করার কথা বলছেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

স্বাআলো/এসএস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।বুধবার (৮ জানুয়ারি)...

মণিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কিশোর নিহত

যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৫)...

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি হাসপাতালের ডিজিটাল...

ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনকারীদের কর দ্বিগুণ করলো সরকার

খুচরা যন্ত্রাংশসহ ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর ও মোটরবাইক উৎপাদনকারী...