আন্তর্জাতিক

মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার রয়েছে: জাতিসংঘ

| July 17, 2024

আন্তর্জাতিক ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহিংসতা থেকে রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ।

তারা বলেছে, শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করা উচিত বাংলাদেশ সরকারের।

মঙ্গলবার (১৬ জুলাই) নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে অবগত এবং বিষয়টি নিবিড়ভাবে ও উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।

তিনি বলেন, আমি মনে করি, বাংলাদেশসহ বিশ্বের যেকোনো স্থানে মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার রয়েছে। আমরা যেকোনো ধরনের হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানাই।

শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারা একটি মৌলিক মানবাধিকার, সরকারের উচিত সেই অধিকারকে রক্ষা করা।

স্বাআলো/এস

Debu Mallick