শার্শায় গাছের ডাল ভেঙে পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শায় ঝড়ো বাতাসে মৃত গাছের ডাল ভেঙে পড়ে জোহর আলী (৪৭) নামের এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (১০ জুন) রাত ৯টার দিকে উপজেলার জামতলা-শার্শা সড়কের রিফা ইটভাটার সামনে এ ঘটনা ঘটে।

নিহত জোহর আলী উপজেলার উলাশি ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের ছোট খোকার ছেলে।

কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৪ ভারতীয়

তিনি বেলতলা আমবাজারে সততা থ্রি স্টার ফল ভাণ্ডার নামের আমের আড়তে কাজ করতেন।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, জোহর আলী শার্শার বেলতলা বাজারে আমের আড়তে শ্রমিক হিসেবে কাজ করতেন। সারাদিন কাজ শেষে তিনি রাতে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এমন সময় পথিমধ্যে জামতলা থেকে শার্শা সড়কের রিফা ইটভাটার সামনে পৌঁছালে হঠাৎ আকস্মিক ঝড়ো বাতাস শুরু হয়। এতে সড়কের পাশের একটি মরা গাছের বড় ডাল ভেঙে জোহর আলীর ওপর পড়ে। ডালের চাপায় তিনি গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিকে শর্ত আরোপ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে নতুন শর্ত জারি করা...

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আবারো আসছে হাড়কাঁপানো শীত। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে...

যশোরে গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর সদরের রুপদিয়ার বিলপাড়ায় কড়াই গাছের ডাল কাটার সময়...

থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো খাল পাড়ে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া...