ঢাকা অফিস: রমজান মাস উপলক্ষে কৃষি বিপণন অধিদফতর ২৯টি পণ্যের দাম বেঁধে দিয়েছে। বেঁধে দেয়া দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা।
এরই অংশ হিসেবে রবিবার (১৭ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ঢাকাসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।
শুরু হলো নতুন সূচিতে অফিস, ব্যাংক ও আদালতের কার্যক্রম
তার মধ্যে ঢাকা মহানগরীতে অধিদফতরের ছয়টি টিম বাজার তদারকি করে। এছাড়া অন্য বিভাগীয় শহরগুলোসহ দেশের মোট ২২টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
সারাদেশে ২৭টি টিম বাজার তদারকির মাধ্যমে ৭৫টি প্রতিষ্ঠানকে মোট চার লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
স্বাআলো/এসআর