জাতীয়
পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা

কোনো দল নয়, জনগণের আশা পূরণে কাজ করুন

ঢাকা অফিস ঢাকা অফিস | September 7, 2025

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের রাজনৈতিক দলের নেতাদের তোষামোদ করা থেকে বিরত থাকার কঠোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (৭ সেপ্টেস্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা নেওয়া ও নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন পেশিশক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সব কাজ জনস্বার্থ ও আইন দ্বারা পরিচালিত হয়। আপনারা রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন।”

তিনি আরো বলেন, “আমি বারবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন তাহলে আপনাদের তেল কিন্তু নির্বাচনের পর শেষ হয়ে যাবে। অতএব এখন যার কাছে যে তেলটা আছে রিজার্ভ করে রাখবেন। পরে কিন্তু তেলটা কাজে লাগাতে পারবেন। এজন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না। আপনারা একেবারে জনগণের যে আশা-আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন।”

উপদেষ্টার এই নির্দেশনা আসন্ন নির্বাচনের আগে পুলিশের নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে।

স্বাআলো/এস

Shadhin Alo