‘খারাপ কিছু করলে মানুষ খারাপ বলবেই’

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | May 28, 2025

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অল্প সময়েই একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, মিডিয়াতে কাজ করা এবং সমালোচনা প্রসঙ্গে তার নিজস্ব মতামত খোলাখুলিভাবে জানিয়েছেন তিনি। সেখানেই স্পষ্টভাষী কেয়া উল্লেখ করেছেন যে, খারাপ কিছু করলে মানুষ খারাপ বলবেই।

সাক্ষাৎকারে মিডিয়াকে একটি কাজের জায়গা হিসেবেই দেখেন বলে জানান কেয়া পায়েল।

তিনি বলেন, এটা তো একটা কাজেরই জায়গা। আমি মিডিয়াটাকে কাজ হিসেবেই দেখি সবসময়। যে আমি যখন সকালে যাবো এবং রাতে ব্যাক করবো যতটুকু সময় আমি সেখানে থাকবো ততটুক সময় আমি চিন্তা করি যে এটা আমার কাজ।

আল্লাহ কিছু নেয়ার আগে কিছু দিয়েও দেন: পরীমণি

মিডিয়ার কাজ শেষ করে বাসায় ফিরলে তিনি নিজের মতো করেই থাকেন জানিয়ে কেয়া বলেন, যেভাবে উচিত কাজটাকে শেষ করে আমি সেভাবে করি। আর যখন আমি বাসায় চলে আসি তখন আমি আমার মতো বাসায় যেরকম থাকা উচিত সেরকমই থাকি।

ব্যক্তিগত জীবন এবং কাজকে সম্পূর্ণ আলাদা রাখতে পছন্দ করেন এই অভিনেত্রী। সম্পর্ক কিংবা পরিবারকে তিনি একান্তই ব্যক্তিগত বিষয় মনে করেন এবং সেটিকে তার কাজের সাথে সম্পর্কিত করতে চান না।

কেয়ার ভাষ্য, সম্পর্ক কিংবা আমার পরিবার সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। সেটা আমার কাজের সাথে রিলেটেড না। মিডিয়া হচ্ছে আমার কাজের জায়গা সেখানে আমার ব্যক্তিগত কিছু কখনো যুক্ত করতে চাই না।

সমালোচনা প্রসঙ্গে তিনি মনে করেন, যারা একান্তই কাজ করেন, তাদের নিয়ে সাধারণত নেতিবাচক আলোচনা হয় না। বরং আলোচনা তাকে নিয়েই হয়, যিনি হয়তো কাজের বাইরে অন্য কিছু করেন।

কেয়া পায়েল বলেন, আমার কাজ যারা দেখে পরিচিত মানুষ কিংবা যারা আমাকে পছন্দ করে তারা কখনো বলে না আপু আপনার এই জিনিসটা আমার খারাপ লেগেছে। আমি ওইভাবেই চলি। মিডিয়াতে যারা একান্তই কাজ করে কিংবা কাজের যে মানুষগুলো তাদেরকে নিয়ে কিছু বলার নাই। তাদেরকে নিয়ে কখনো বলবেও না।

অভিনেত্রী আরো বলেন, তাকে নিয়েই বলবে যে হয়তো কাজ ছাড়া অন্য কিছু করে। তার মতে, এই বিষয়টি শুধুমাত্র মিডিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য নয়। ব্যক্তিগত জীবন, পড়াশোনা বা অন্য যেকোনো ক্ষেত্রে যদি কেউ খারাপ কিছু করে, তাহলে অন্য দশ জন মানুষ খারাপ বলবেই।

স্বাআলো/এস