যশোরে ফেনসিডিল, মদ ও ভারতীয় পণ্যসহ আটক ১

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অভিযানে একজন আসামিসহ ভারতীয় গাঁজা, ফেনসিডিল, বিদেশী মদ, বিয়ার, শাড়ি, থ্রী পিস, কম্বল, তৈরি পোশাক, মোবাইল ও কসমেটিক্স সামগ্রীসহ রাসেল মিয়া নামে একজনকে আটক করেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সীমান্ত থেকে এসব মালামাল ও আসামিকে আটক করা হয়।

আটক রাসেল মিয়া যশোর জেলার চৌগাছা থানার বাসিন্দা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, বিজিবির আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবৎ চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে বেনাপোল বিওপি, আন্দুলিয়া বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ২৭ লাখ ২৬ হাজার ৩৮০ টাকা মূল্যের একজন আসামিসহ ভারতীয় গাঁজা, ফেনসিডিল, বিদেশী মদ, বিয়ার ভারতীয় শাড়ি, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল ও কসমেটিক্স সামগ্রী আটক করতে সক্ষম হয়।

বিজিবির অধিনায়ক ও উপ অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবির দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবির এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

প্রেসক্লাব চৌগাছার সভাপতি জাফর, সম্পাদক আজিজুর

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের প্রেসক্লাব চৌগাছার দ্বিবার্ষিক কমিটি গঠন...

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...