বিনোদন

দেশ ছাড়ার পরিকল্পনা সালমান মুক্তাদির

বিনোদন ডেস্ক | May 18, 2025

জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা সালমান মুক্তাদির দেশ ছাড়ার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।

সম্প্রতি একটি ইভেন্টে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তার এই ইচ্ছার কথা জানান। তার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে সালমান মুক্তাদিরকে বলতে শোনা যায়, তার আরো বড় হওয়ার শখ এবং আকাঙ্ক্ষা অনেক বেশি। তিনি বিশ্বাস করেন, আল্লাহর রহমতে তিনি আরো বড় হতে পারবেন।

বাংলাদেশ নিয়ে কথা বলা প্রসঙ্গে সালমান বলেন, আমি এখন বাংলাদেশ নিয়ে এতো কথা বলি, কারণ এ দেশে আমি থাকি। কিন্তু যখন আমি এ দেশে থাকবো না তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তখন ওই মুহূর্তে আমি কখনো দেশ নিয়ে কথা বলবো না।

প্রযুক্তির অপব্যবহার: পরীমণির নয়, অন্য নারীর ছবি বিকৃত করে ভাইরাল

দেশ ছাড়ার পরিকল্পনা প্রসঙ্গে এই ইউটিউবার জানান, আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো, এটাই আমার নতুন বাংলাদেশের পরিকল্পনা। তিনি বলেন, আমি অনেক আগে থেকেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন আমি দেশ ছেড়ে বাইরে যাবো।

সালমান মুক্তাদির আরো জানান, এই সিদ্ধান্ত আবেগপ্রসূত নয়, বরং বাস্তবতার নিরিখে নেয়া। তার কথায়, এখানে ইমোশনাল বিষয় ভাবার জায়গা নেই। বাস্তবিক অর্থে চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, সেখানকার পরিবেশ, লাইফস্টাইল, জীবনযাত্রার মান সব ভালো।

ছোটবেলা থেকেই তার বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল জানিয়ে তিনি বলেন, আমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল বিদেশ যাব। আমি অবশ্যই যাব। তবে তিনি যোগ করেন, সেখানে গিয়ে যদি দেশের জন্য কিছু করার সুযোগ থাকে, তবে তিনি সেটাও করবেন।

স্বাআলো/এস

Shadhin Alo