‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ করেছে পটুয়াখালী ইয়ূথ ওয়েল ফেয়ার অর্গানাইজেশন।
শনিবার (২১ অক্টোবর) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠনটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) সাইদুল ইসলাম ও সিভিল সার্জন ডা. এস এম কবির হাসান।
এ সময় পটুয়াখালী ইয়ূথ ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের সভাপতি এ্যাড. আনোয়ারুল হক রনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আইন উপদেষ্টা এ্যাড. আবদুল্লাহ ইউসুফ পাশা, সদস্য হাবিবুর রহমান রাজিব, জিয়াউল হক জুয়েল, এনামুল আহসান সোহার, প্রকাশ কুমার, নজরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসএস