আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলার নলধাবাগ এলাকায় এক রাতে ছয়টি গলদা চিংড়ি মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। বিষ প্রয়োগ করে এসব ঘেরের মাছ চুরি করে নিয়ে গেছে। এতে ঘের মালিকদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলােই) সকালে মাছের ঘেরে গিয়ে চিংড়ী চাষীরা দেখতে পান ছোট- বড় মাছ মরে ভাসছে।
ক্ষতিগ্রস্থ চিংড়ি চাষীরা জানান, সোমবার (১৫ জুলাই) রাতের কোনো এক সময় কে বা কারা নলধাবাগ বিল এলাকায় পৃথক পৃথক ছয়টি গলদা চিংড়ি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করে নিয়েছে। বিষে ঘেরের বাকি অন্য মাছ সব মরে গেছে।
বাগেরহাটে বাল্যবিয়ে প্রতিরোধে স্বপ্ন-সারথিদের নিয়ে জীবন দক্ষতা সেশন
ঘের মালিক ইউসুফ মোড়লের দেড় লক্ষাধিক টাকা, সুজিৎ খার এক লক্ষাধিক টাকা, রিপন ফকিরের দুই লক্ষাধিক টাকা, কামরুল হাওলাদারের দেড় লক্ষাধিক টাকা, ছোট শেখের দেড় লক্ষাধিক টাকা এবং রফিক শেখের এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় এসব চাষীরা দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্থ চাষীরা এ বিষয়ে থান পুলিশে কোন অভিযোগ করেন নাই।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, মৎস্য ঘের থেকে মাছ চুরির ঘটনায় মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। ক্ষতিগ্রস্থরা অভিযোগ করলে তদন্ত পূর্বকআইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাআলো/এস