শনিবার বিএনপির সমাবেশের সময় পুলিশ সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজারবাগে নিহত পুলিশ সদস্য আমিনুল পারভেজের জানাজা পূর্ব বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।
তিনি বলেন, গ্রেফতার দুইজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা পুলিশের কাছে স্বীকার করেছে যে, তারাসহ আরো অনেকে নির্মমভাবে পিটিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে। দেশের সম্পদ রক্ষায় পুলিশ জীবন দিয়েছে। বাকি হত্যাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছাত্রদলের নেতা
ডিএমপি কমিশনার অভিযোগ করেন, শনিবার বিএনপির কর্মীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে হামলা ভাঙচুর করেছে। তারা নৈরাজ্য চালিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে।
বিএনপির সঙ্গে সংঘর্ষ: পুলিশ সদস্যের মৃত্যু, আহত আরো ৪১
তিনি আরো বলেন, পুলিশ সদস্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে যা যা লাগে পুলিশ তা করবে। একই সাথে নিহত আজিজুল পারভেজের পরিবারের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
স্বাআলো/এস