বিএনপি-জামায়াতে ইসলামীর অবরোধ ঠেকাতে সারাদশের মোড়ে-মোড়ে অবস্থান করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে এমন চিত্র দেখা যায়।
অবরোধের নামে নাশকতা ঠেকাতে সারাদেশের মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিচ্ছে পুলিশ-বিজিবি-র্যাব সদস্যরা। তাদের সহযোগিতার জন্য যোগ দিচ্ছেন আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
এদিন সকাল ৮টার দিকে রাস্তায় পরিবহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের সংখ্যা।
সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত টানা তিনদিন দেশব্যাপী সড়ক-রেল-নৌপথ, রাজপথসহ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল ও জোট।
স্বাআলো/এস