আজাদুল হক, বাগেরহাট: অবৈধ মাদক ও অপরাধ কর্মকাণ্ডে আলোচিত বাগেরহাট মোড়েলগঞ্জ উপজেলায় এবার বিরোধপূর্ন জমিতে গিয়ে একটি পক্ষে অবস্থান নিয়ে সাদা পোশাকে একজন এসআই প্রতিপক্ষকে প্রকাশ্যে বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আর এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ এপ্রিল) উপেজেলার খাউলিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে।
জানা গেছে, চালিতাবুনিয়া গ্রামের কবির শেখ ও তার ফুফাতো ভাই খলিলুর রহমান আকনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে স্থানীয় সালিশে উক্ত জমিতে সাময়িক স্থাপনা তৈরি করায় নিষেধাজ্ঞা রয়েছে। পরবর্তীতে এ আদেশ অমান্য করে ঘর তৈরির করার সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ ক্যাম্প আইসি এসআই রওশন ফেরদৌস সাদা পোশাকে ওই এলাকায় যায় এবং এক পক্ষের কবির শেখ ও তার শ্যালক রাজু শেখকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। যা স্থানীয়ভাবে মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়া হয়। এতে পুলিশের কর্মকাজ নিয়ে সাধারন মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ও সমালোচনার সৃষ্টি হয়।
উপজেলা পরিষদ নির্বাচন: বাগেরহাটে সম্ভাব্য প্রার্থীকে মারধর
এক পর্যায়ে জেলা পুলিশ কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে এসআই রওশন ফেরদৌসকে তার কর্মস্থল থেকে সাময়িকভাবে প্রত্যাহার করে নিয়েছে বলে বাগেরহাট জেলা পুলিশ অফিস থেকে জানানো হয়।
স্বাআলো/এস