খুলনা বিভাগ

শৈলকূপা থানায় হামলা ও ভাঙচুর, আটক ১৫

| June 10, 2024

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার শৈলকূপা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে।

রবিবার (৯ জুন) রাতে ১১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরো ৫০০ জনকে আসামি করে এসআই লাল্টু রহমান মামলাটি করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ইমরান জাকারিয়া জানান, থানায় ভাঙচুর মামলায় পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে। গ্রেফতারকৃত সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার দিন আহত ফিরোজ শিকদারের ডান হাত কেটে ফেলা হয়েছে। তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছেন বলে জানা গেছে। তবে গ্রেফতার এড়াতে উপজেলার ৮ নম্বর ধলহরাচন্দ্র ইউনিয়নের বেশিরভাগ পুরুষ এলাকা ছাড়া।

আসামি গ্রেফতারের প্রতিবাদে শৈলকুপা থানায় হামলা: এলাকা রণক্ষেত্র, পুলিশের ফাঁকা গুলি বর্ষণ

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হয়েছে বাকি গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার পরিবেশ শান্ত আছে।

এর আগে রবিবার একটি হামলা মামলার এজাহারভুক্ত আসামি মোস্তাক শিকদারকে গ্রেফতার করে পুলিশ। মোস্তাককে পুলিশ থানা থেকে ছেড়ে না দেয়ায় তার সমর্থক আওয়ামী লীগ কর্মীরা বিকেল ৩টার দিকে থানা ঘেরাও করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটনায়।

স্বাআলো/এস

Debu Mallick