Uncategorized

খুলনাসহ ১৪ পুলিশ সুপারকে বদলি

| April 30, 2025

ঢাকা অফিস: বাংলাদেশ পুলিশে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহম্মেদকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন), পুলিশ সদর দফতরের এআইজি নাজমুল ইসলামকে এপিবিএন-এ, পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার এএইচএম ইয়াদুল ইসলামকে পুলিশ সদর দফতরে (এআইজি পদে) এবং খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) পুলিশ সুপার জসিম উদ্দীনকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) বদলি করা হয়েছে।

বন্ধুকে ‘ছাত্রলীগ’ পরিচয় দিয়ে পুলিশে ধরিয়ে হবু স্ত্রীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার

একই আদেশে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার আবুল কালাম আজাদকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে এবং সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মাহামুদুল হাসানকে এসবি’র বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান এসবি’র বিশেষ পুলিশ সুপার, সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরী সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, পুলিশ সদর দফতরের এআইজি মোল্লা আজাদ হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার, পুলিশ সদর দফতরের এআইজি ইনামুল হক সাগরকে ঢাকার রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট, বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) তানভীর আহমদকে পুলিশ সদর দপ্তরের এআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিককে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার এবং সিআইডির পুলিশ সুপার মো. মামুন অর রশিদকে পুলিশ সদর দফতরের এআইজি হিসেবে বদলির আদেশ দেয়া হয়েছে।

পুলিশকে সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টা

এদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামকে এপিবিএন-এ বদলির পূর্বের একটি আদেশ বাতিল করা হয়েছে মর্মেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo