ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড.মহিদ উদ্দিন বলেছেন, সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার শঙ্কা রয়েছে। সব কিছু বিবেচনায় রেখে সেভাবেই জনমানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা সাজানো হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানিয়েছেন তিনি।
অবরোধকে কেন্দ্র করে কোনো নাশকতামূলক, ভাঙচুরের পরিকল্পনার তথ্য আপনারা পেয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তবে নাশকতা যে করবে সমসাময়িক সময়ে কিন্তু ইঙ্গিত দিচ্ছে। কাজেই সে শঙ্কা তো আমাদের রয়েছেই। আমরা সেভাবেই নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছি।
অবরোধ রুখতে সারাদেশে থাকবে র্যাবের টহল দল
নগরবাসীকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে নাশকতাকারীদের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান তিনি।
তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মামলা হয়েছে, তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে সব। সিসিটিভি ফুটেজ আমরা যাচাই বাছাই করে দেখছি। তদন্তে ছোট বড় সব বিষয় দেখতে হয়। আমাদের যদি ত্রুটি হয়, সেটিও কাম্য নয়।
স্বাআলো/এস